নিজস্ব প্রতিবেদক,সিলেট:
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। এতে ভষ্মীভূত হয়ে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় ট্রাকের পেছনে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো চার যাত্রী।
এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।