নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জুম মিটিংয়ে জানানো হয়। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আইএসপিএবি ও কোয়াব তাদের কর্মসূচি বাতিল করেছে।
তাই সারাদেশে ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
জুম মিটিংয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব ইমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ইন্টারনেট-ডিশ বন্ধ রাখার ঘোষনা দিয়েছিল সংগঠন দুটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিনা নোটিশে বিদ্যুতের খুঁটিতে ঝুলানো তার অপসারণ করলে ইন্টারনেট ও ডিশ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছিল তারা।