মো. শামীম হোসেন,সাভার:
সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম খলিল (২২) ওরফে খলিল উল্লা নামক এক যুবককে গ্রেফতার করেছে সাভার মডেল থানার পুলিশ।
ঘটনাটি ঘটে সাভারের ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায়।
পুলিশ ভুক্তভোগী শিশুটির বরাতে জানায়, নালিয়ারসুর গ্রামের জনৈক মজিবর রহমানের বাড়িতে ওই শিশু তার বাবা মার সাথে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। শিশুটির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত কয়েক দিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলো প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ।
ঘটনার ধারাবাহিকতায় গতকাল শুক্রবার শিশুটিকে আবারও ধর্ষণ করে ওই যুবক। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে আটক করে।
ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
আটক ধর্ষণকারী যুবক সিরাজগঞ্জ জেলার মৃত জাকির হোসেনের ছেলে।
এঘটনায় শিশুটির বাবা ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজন শিকদার বলেন,আজ দুপুরে ধর্ষণকারী ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।