সাভার সংবাদদাতা:
ঢাকা জেলা প্রসাশনের নির্দেশে সাভার উপজেলার হেমায়েতপুর ও থানা রোড এলাকায় বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ এ অভিযান পরিচালনা করেন।
নিবন্ধন ও লাইসেন্স না থাকার অপরাধে সাভার হেমায়েতপুরের ৭টি ও থানা রোডের ৫ টি হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে, হেমায়েতপুরে প্রান্ত হোটেল ২০ হাজার, ওরোথরো রেষ্টুরেন্ট ২০ হাজার, জিলিয়ান রেষ্টুরেন্ট ২০ হাজারসহ মোট ৮৮ হাজার। এছাড়া সাভারের থানা রোডে লন্ডনাস রেষ্টুরেন্টকে ২০ হাজার, পিৎজা ক্লাবে ২০ হাজার, ফিফটি এভ ২০ হাজার, লংকা বাংলা রেষ্টুরেন্টকে ১৫ হাজারসহ ৫টি রেষ্টুরেন্টকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা শুনে থানা রোডে অবস্থিত নবাবস, সুলতানডাইন ও রোভারস ক্যাফে রেষ্টুরেন্ট বন্ধ করে পালিয়ে যায়।
এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সাভার উপজেলায় নিবন্ধন লাইসেন্সবিহীন যত হোটেল ও রেষ্টুরেন্ট আছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাডাও ঢাকা জেলা প্রসাশকের নির্দেশে ১২টি হোটেল ও রেষ্টুরেন্ট মালিককে জরিমানা ও নিবন্ধন-লাইসেন্স ফরম বিতরন করেছি।
তিনি আরো বলেন,আগামী ৭ দিনের মধ্যে যারা নিবন্ধন ও লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।