মো: শামীম হোসেন,সাভার:
সাভারে হাজী ওমর আলী পালোয়ান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাভারের রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় সবুজ দলকে এক শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লাল দল একাদশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া, খেলার আয়োজক মনির পালোয়ান, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে।