সাভার সংবাদদাতা:
গতকাল বৃহস্পতিবার রাতে সাভারের আমিন বাজার থেকে অপহৃত এক শিশু ও এক নারীকে আটক করেছে র্যাব। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের ৩সদস্যকেও আটক করা হয়েছে।
আটককৃতরা হল- আক্তারুজ্জামান বশির,শহীদুল ইসলাম ও মানিক বেপারী।
র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউদ্দিন চৌধুরী জানান, একটি পাচারকারী চক্র ১১ বছরের এক শিশু ও এক নারীকে ভারতে ভালো বেতনে চাকরি দেয়ার কথা বলে আমিনবাজারে নিয়ে এসেছে- এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ওই শিশু ও নারীকে উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পাচারকারী চক্র সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় গরিব নারী ও শিশুদের ভালো বেতনে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল।