সাভার,সংবাদদাতা:
গত বুধবার হেমায়েতপুরের মোল্লাপাড়ায় গ্যাস সংযোগ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় আজ রোববার সকালে বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে সাভার মডেল থানায় মামলা করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।
সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, সাভার ও আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে প্রায় ৮০ হাজার। গত ৯ মাসে এসব অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে মারা গেছেন ১৮ জন। দগ্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন শতাধিক মানুষ।
গত বুধবার হেমায়েতপুরের মোল্লাপাড়ায় ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারের বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন তিন ভাড়াটিয়া। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যায় ফরিদ ও হাবিব নামের দুজন। অন্যজনের অবস্থাও আশাঙ্কাজনক। হতাহতরা সবাই টাইলস মিস্ত্রি।