সাতক্ষীরা প্রতিনিধি:
জেলার কাকডাঙ্গা সীমান্তদিয়ে ভারতে পাচারকালে দুই কেজি স্বর্ণ ও মোটর সাইকেলসহ একজন চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে গোপ সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে দায়িত্বরত বিজিবির হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল দুই কেজি স্বর্ণ ও মোটরসাইকেলসহ চোরাচালানিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাকাবারীর নাম হাসান আলি (৫০)। সে যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পেকেটে ১৮ পিস স্বর্ণের বারসহ লাল রঙের হিরো মোটরসাইকেলে বহনের সময় রিভার পিলার ১৩/৩ এর কাছে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ১৮টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। এর দাম বর্তমান বাজারে এক কোটি ২৮ লাখ টাকা।