আদালত প্রতিবেদক:
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। তারা সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে তার সমর্থকরা আদালত পাড়ায় জড়ো হতে থাকে। বেলা ১১টার পর থেকে তারা হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের আদালত পাড়ার ভিতর থেকে বের করে দিয়ে প্রধান ফটক আটকে দেয়।
এরপর তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে সিএমএম আদালত চত্বরে সম্রাটের মুক্তি পরিষদ সংগঠন থেকে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার লাগানো হয়।
পোস্টারে লেখা হয়, ‘সম্রাট খুবই অসুস্থ। মানবতার জননী তাকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তৃণমূলের পরীক্ষিত কর্মী ঢাকার রাজপথের সাহসী বীর ইসমাইল হোসেন সম্রাটের নিঃশর্ত মুক্তি চাই।’