লালমনিরহাট,প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। পরে ওই ব্যক্তির মরদেহটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাকা গুলি করেছেন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকালে মোটরসাইকেলে করে বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে আসে দুজন ব্যক্তি। তারা মসজিদের ভেতরে প্রবেশ করে কোরআনের ওপর পা তুলে দেয়।তাদের এমন কাণ্ড দেখে স্থানীয়রা তাদের মসজিদ থেকে বের করে মারধর শুরু করে। এর ভিতরে একজন জনরোষ থেকে পালিয়ে রক্ষা পায়। অপরজনকে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরে পেলে। এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে নিহত ব্যক্তির মরদেহও পুড়িয়ে দেয় জনতা।