নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আশ্রিত রহিঙ্গাদের মধ্যে প্রায় চার’শ পরিবারের ১ হাজার ৬৪২ জন সদস্যকে নোয়াখালীর ভাসানচরে নির্মিত আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বোটক্লাব জেটি থেকে ৬টি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে।
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্থায়ী বসবাসের জন্য নোয়াখালীর ভাসানচরে নির্মিত হয়েছে এই আশ্রয় কেন্দ্র। রোহিঙ্গাদের জীবনমান বদলে দেয়ার সব আয়োজন সম্পন্ন হয়েছে সেখানে।