জেলা প্রতিনিধি,বাগেরহাট:
জেলার রামপালে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। মামলা হওয়ার পরপরই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষনিক ধর্ষক গোলাম শেখ (৫৫) ওরফে পাল গোলাম কে আটক করেছে।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম জানান, উপজেলার পেড়িখালীর সিকিরডাঙ্গা আশ্রায়ন প্রকল্প-২ এর জনৈক দিন মজুরের ১১ বছরের কন্যাকে একই এলাকার মৃত আমীন উদ্দিন শেখের পুত্র গোলাম শেখ গতকাল বেলা ১০ টার সময় স্থানীয় পার্শ্ববর্তী একটি গর্তে নিয়ে ধর্ষণ করে।
ওই শিশুটি ভয়ে বিষয়টি দেরীতে জানায়। শুক্রবার বিকালে ওই শিশুটির মা শিশুকে রামপাল থানায় নিয়ে আসেন এবং ভিকটিমের মা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। আমরা তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে সন্ধ্যার নাগাদ ধর্ষক গোলামকে বড়দিয়ার তার গ্রাম থেকে গ্রেফতার করেছি।
ধর্ষণের শিকার শিশুটির মাতাও ঘটনার সত্যতা স্বীকার করেন।পরে এর পরবরর্তী প্রয়োজনীয় পরীক্ষা এবং আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।