নিজস্ব প্রতিবেদক:
গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে তাকে অভিযুক্তের কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই শিক্ষার্থীর।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান জানান, ঘটনার সময় অভিযুক্তের পরিবারের কেউই বাসায় ছিল না। খালি বাসায় কিশোরীকে ধর্ষণ করে সে নিজেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার স্থান কলাবাগানের ডলফিন গলির ওই বাসার দ্বিতীয় তলা থেকে আমরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি।
এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করকে সক্ষম হয়েছে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তের ৩ বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।