নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৮টি মামলা করেছে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিসি ওয়ালিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি ওয়ালিদ হোসেন জানান,গতকাল বাসে আগুন দেয়ার ঘটনায় শাহবাগ,পল্টন, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮টি মামলা করা হয়েছে। মামলায় ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে।
ডিসি ওয়ালিদ বলেন, ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হেরে যায়। এরই প্রতিবাদে রাজধানীতে নাশকতা তৈরির জন্য এ ধরনের কাজ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মতিঝিল, প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেওয়া হয়।
এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি।
এর কিছুক্ষণ আগেই উত্তরা-বাড্ডা এলাকায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ভাসানী ভবন হয়ে আবার সেখানে ফেরেন দলটির নেতাকর্মীরা।