নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগে জান্নাতুল নামে ৩০ বছরের এক নারীকে জবাই করে খুন করেছে চোর। এ ঘটনায় চোর মুনিরকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদসংলগ্ন ছয় তলা বাড়ির চারতলায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
পুলিশ জানায়, আনুমানিক রাত ৯টার দিকে মুনির নামের ওই চোর তাদের ঘরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, গৃহবধূ জান্নাতুল ফেরদৌস টের পেয়ে গেলে বাসায় কোরবানির জন্য কিনে রাখা চাপাতি দিয়ে গৃহবধূর গলায় আঘাত করে চোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় চোর মুনিরকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত নারীর গলায় আঘাত দেখে বোঝা যাচ্ছে যে, চোর গৃহবধূকে চাপাতি দিয়ে জবাই করেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হবে।