মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের একটি গ্রাম থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি গ্রামের সুরু খানের পরিত্যক্ত বাড়ির পেছনের একটি অংশে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ অঞ্চলে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হলে তারা ককটেল ব্যবহার করে থাকে। ধারনা করা হচ্ছে নিজেদের কোন প্রতিপক্ষের উপর হামলা করতেই এ ককটেল মজুদ করা হয়েছে।
ওসি জানান, ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।এবং উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রীয় করার প্রক্রিয়া চলছে।