আশরাফ আলী,হবিগঞ্জ:
জেলার চুনারুঘাট উপজেলায় সাব্বির আহমেদ (২০) নামক এক পেশাদার মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃত যুবক স্থানীয় ৩নং দেওরগাছ ইউনিয়নের মাদক নির্মূলশক্তি কমিটির সভাপতি হিসেবে নিজেকে সমাজে পরিচয় দিয়ে অন্তরালে নিজেই মাদকের কাররবার করতেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর নামক স্থান থেকে মোটরসাইকেল যোগে মাদক সরবরাহের সময় তাকে ২ কেজি গাঁজাসহ আটক করে বিজিবি।
বিজিবির লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি নিজেকে মাদক নির্মূল কমিটির সভাপতির পরিচয়ে দীর্ঘ দিন মাদকের কারবার চালিয়ে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।