নিজস্ব প্রতিবেদক:
গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ ভার্চুয়াল অধিবেশনে মহামারি মোকাবিলায় তিন দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারী ঠেকাতে শুধু বিশেষ কোনো অঞ্চলে নয়, সমগ্র পৃথিবীকেই নিরাপদ করার উদ্যোগ নিতে হবে। এজন্য প্র্রয়োজন সমন্বিত ও বহুপাক্ষিক উদ্যোগ।
প্রধানমন্ত্রীর উত্থাপিত ৩ দফা প্রস্তাবগুলো হল:-
দফা-১.
মানুষের জীবন বাঁচাতে ও অর্থনীতি পুনরুদ্ধারে পৃথিবীর প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজ-প্রাপ্য ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করতে হবে।
দফা-২.
করোনার ভ্যাকসিনকে ‘বৈশ্বিক পণ্য’ হিসেবে বিবেচনায় নিতে হবে। ভ্যাকসিন তৈরিতে উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তিগত সহায়তা দেয়া। সুযোগ পেলে বাংলাদেশও ভ্যাকসিন তৈরির সক্ষমতা দেখাতে পারে।
দফা-৩.
মহামারীতে সংকটে ভুগতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য যথাযথ আর্থিক সহায়তা অনুমোদন করতে হবে জাতিসংঘসহ পুরো বিশ্ব নেতৃবৃন্দকে।