নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার দুপুর ১টার পর থেকে মতিঝিলের শাপলা চত্তর এলাকায় মতিঝিল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।
এসময় পুরো মতিঝিল এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে এ বিক্ষোভে অংশ গ্রহন করে।
নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ পালন করেছে সব শ্রেণী পেসার মানুষ।
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর থেকে গত কয়েকদিন ধরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে প্রতিবাদ সমাবেশগুলো থেকে। কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে এ দাবি উঠলেও এ নিয়ে নানা বিতর্কও আছে।
মানবাধিকার সংগঠনগুলো বরাবরই মৃত্যুদণ্ডের বিপক্ষে নয়। তারা বরং বলছে, আইনে সর্বোচ্চ যাবজ্জীবনের যে সাজা এখন আছে, সেটারই প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে না বলেই এ ধরণের অপরাধ বাড়ছে।