নিজস্ব প্রতিবেদক:
আজ দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার উদ্বোধন করে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন,করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানির ৫০ শতাংশ টাকা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে আনা ৩ কোটি ডোজ দেড় কোটি মানুষকে দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি মানুষকে দেয়া হবে। প্রতি মাসে ৫০ লাখ লোককে ভ্যাক্সিন দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, করোনার ভ্যাকসিন ২-৮ ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়, ‘সেই সক্ষমতা আমাদের আছে। আমরা সেই ভ্যাক্সিনই নিবো। কিছু ভ্যাক্সিন আসবে যেগুলো মাইনাস ৭০-৮০ ডিগ্রি টেপমারেচারে সংরক্ষণ করতে হয় সেগুলো আমরা নেব না। আমাদের সেই সক্ষমতা নেই। আমরা সেই ভ্যাক্সিনই নেব যা আমাদের সংরক্ষণ করার সক্ষমতা আছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিয়েছিলো বলেই সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনায় সুস্থতার হার বেশী ও মৃত্যুহার কম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান মন্ত্রী।