মো. আলা উদ্ধিন,কুমিল্লা:
জেলার তিতাস উপজেলায় প্রবাসী ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছো্ট ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতের নাম শাওন (৩০) আদালতের নির্দেশে গতরাতে তাকে পুলিশ গ্রেফতার করে আজ বুধবার আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
পুলিশ মামলা সূত্রে জানায়, অভিযুক্ত শাওনের বড় ভাই প্রবাসে থাকায় সে তার ভাবিকে দীর্ঘদিন যাবত শারিরিক সম্পর্কের জন্য নানা ভাবে উত্তক্ত করে আসছিল। কোন ভাবে ভাবিকে রাজি করাতে না পারায় গত কয়েকদিন আগে সে জোর পূর্বক বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে।
পরবর্তিতে ভূক্তভোগী গৃহবধূটি তার বড় বোনের সহায়তায় ১৭ অক্টোবর কুমিল্লার আদালতে মামলা করলে আদালত তিতাস থানা-পুলিশকে আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। মঙ্গলবার রাতেই আসামি শাওনকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম জানান, আদালতের নির্দেশে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।