জেলা প্রতিনিধি, বাক্ষণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরের খাটের নিচ থেকে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার ১০ বছরের ছেলে কামরুল সোমবার (২৪ আগস্ট) বিকেল থেকে নিখোঁজ হয়।
মা হাসিনা আক্তার ১৫ বছরের মেয়ে শিপাকে বাড়িতে রেখে ছেলেকে খুঁজতে বের হন। ফিরে মেয়েকেও আর পাননি।
পরে ঘরে খাটের নিচে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিপা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং এবং কামরুল হাসান সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।