লক্ষীপুর প্রতিনিধি:
জেলার কমলনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাটারিরহাট এলাকার সামছুল হকের ছেলে ঘটক পরিচয় দেয়া ছগির মিয়া (৪০) ও একই এলাকার ছায়েদল হকের ছেলে সুমন (২৮)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, গত শনিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে ভুয়া পাত্র সুমনসহ রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তিতে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।