নারায়নগঞ্জ,প্রতিনিধি:
নারায়নগঞ্জের বন্দরে বকেয়া বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ভাড়াটিয়াকে পিটিয়ে মারার অভিযোগে ৩ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে বন্দর থানার পুরানবাড়ি এলাকায় মিছির আলীর বাড়িতে। নিহত ব্যক্তির নাম ফয়েজ মিয়া(৪০)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানায় চরবলাকি এলাকায়। তার পিতা মৃত আবুল হোসেন।
এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক উম্মে কুলসুম (৫৫), অন্য ভাড়াটিয়া মহিউদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী শিরিনা বেগমকে (৩৭) আটক করেছে।
নিহত ফয়েজের প্রতিবেশিরা জানান, তিন বছর ধরে মিছির আলীর বাড়িতে ভাড়া ছিলেন ফয়েজ। করোনায় ব্যবসা মন্দ থাকার কারণে সাত মাসের বাসা ভাড়া বকেয়া পড়ে তার। এ নিয়ে গত বৃহস্পতিবার উম্মে কুলসুমের সঙ্গে ফয়েজের স্ত্রী রোজিনার কথা-কাটাকাটি হয়।
এরপর এ নিয়ে আজ (শুক্রবার) দুপুরে ভাড়াটিয়া মহিউদ্দিন ও ফয়েজ সংঘর্ষে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে সবাই মিলে বেদম পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশিদের সহায়তায় ফয়েজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হয়েছে বলে জানান তিনি।