বরিশাল,প্রতিনিধি:
বরিশালের হিজলা থানায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের মামলায় ভাশুরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়,আটককৃত ব্যাক্তির নাম মঙ্গল খাঁ, সে মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকার হাশেম খানের ছেলে।
গত শুক্রবার ভূক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে মুলাদী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমানের কাছে তার ভাশুরের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ শুনে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেন সহকারী পুলিশ সুপার। ভিকটিম শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত মামলা করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মঙ্গল খাঁকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্বামীর সাথে ঢাকার মিরপুরে থাকেন। কিছুদিন আগে ভিকটিম একা গ্রামের বাড়িতে আসেন। দুই সপ্তাহ আগে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ভাশুর মঙ্গল খাঁ ভিকটিমের কক্ষে প্রবেশ করেন এবং তার মুখের ভেতর ওড়না ঢুকিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের গলা চেপে ধরে ধর্ষণের কথা কাউকে জানালে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেন।
ঘটনাটি গৃহবধূ তার শাশুড়িসহ বেশ কয়েকজনকে জানান। পরে তার স্বামীর সৎ বোন গৃহবধূকে ঢাকায় পৌঁছে দেন। ঢাকা থেকে স্বামীকে নিয়ে ওই গৃহবধূ পুনরায় হিজলায় গিয়ে লুকিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।