বরগুনা প্রতিনিধি:
জেলার পাথরঘাটার লালদিয়া চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোররাতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছে বলে জানান কোষ্টগার্ড কর্মকর্তা।
পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ডের কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা বনের ভেতরে পালিয়ে যায়।
উদ্ধাকৃত অস্ত্র গুলো হল- ৭টি পিস্তল, ১৪টি একনলা বন্দুক ও ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।