আয়াত উল্যাহ,দাগনভূঞা,(ফেনী):
জেলার দাগনভূঞা উপজেলার বসুরহাট রোড়ে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে একটি ড্রিম লাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দাগনভূঞা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকাল বেলা ফেনী থেকে আসা একটি সিএনজিকে বিপরিত দিক থেকে আসা ড্রিম লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়ায় এ দূর্ঘটনা ঘটে।