সাভার সংবাদদাতা:
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সাভারে ঢাকা জেলা যুবলীগের উদ্যেগে সমাজের সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে ।
রবিবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় সুবিধা বঞ্চিত প্রায় ৩০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান।
তিনি ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে পাঁচ হাজার করে বৃত্তির টাকা প্রদান করেন।
বৃত্তি প্রদান শেষে এক আলোচনা সভায় ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা যুবলীগ নানা কর্মসুচী হাতে নিয়েছে।
এসময় তিনি বলেন যুবলীগে কোন অপরাধীদের জায়গা নেই। অপরাধ মুলক কর্মকান্ড করায় আশুলিয়া থানা যুবলীগের সদস্য আবুল হোসেন আপনকে বহিস্কার করা হয়েছে বলে বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুবলীগ নেতা শেখ সাঈদ, পৌর যুবলীগ নেতা মনির পালোয়ান সহ অনেকেই উপস্থিত ছিলেন।