ব্যুরো প্রধান,চট্টগ্রাম:
তৈরি পোশাক শিল্পের উপকরণ হিসেবে ঘোষণা দিয়ে চীন থেকে আনা হয়েছে সিগারেট। চালানটি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা ও কাস্টমস গোয়েন্দারা সিগারেট ভর্তি কনটেইনারটি আটক করে।
চালানটিতে মোট ৮৫০টি কার্টনে ১ কোটি ৭০ লাখ শলাকা সিগারেট পাওয়া গেছে।এর মধ্য দিয়ে ২৩ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছিলো বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ঢাকার সাভারের ডিইপিজেডের হপ-ইক নামে একটি প্রতিষ্ঠানের নামে চীন থেকে পোশাক শিল্পের উপকরণ ঘোষণা করে সাড়ে ১৮ মেট্রিক টন পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। পরে পরীক্ষায় ধরা পড়ে কনটেইনারটিতে আসলে সিগারেট রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারী কমিশনার রেজাউল করিম।