অনলাইন ডেস্ক:
পুরাতন ঢাকার বংশালে আরমানিটোলা মাঠের পাশে সন্ধায় বিকট শব্দে রাস্তায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ বুধবার (০৭ অক্টোবর) মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দূর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে তিতাস গ্যাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সুয়ারেজের পাইপে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।
তবে তদন্ত ছাড়া এখনই এ বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত কোনো তথ্য দিতে পারেনি তিতাস গ্যাস কতৃপক্ষ।