পটুয়াখালী প্রতিনিধি:
জেলায় পায়ুপথে ইয়াবা পাচারকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আটককৃত নারীর নাম লিপি আক্তার (২৫)।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী শহরের লাউকাঠী ব্রীজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে বরগুনা যাওয়ায় পথে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শেখ বিলাল হোসেন জানান, লিপি আক্তার বরগুনা জেলার গোলবুনিয়া এলাকার লিটন হাওলাদারের মেয়ে।
এ সময় পুলিশের নারী সদস্যরা তাকে পটুয়াখালীর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে পেটের এক্সরে করায়। এক্সরে ফিল্মে পায়ুপথে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা অফিসে নিয়ে আসলে সে পায়ু পথ দিয়ে পলিথিন প্যাকেটে মোড়নো আট প্যাকেট, প্রতি প্যাকেটে ৩০টি করে মোট ২শ’ ৪০টি ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
উদ্ধারকৃত এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭২ হাজার টাকা বলেও জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।