নিজস্ব প্রতিবেদক,সাভার:
ঢাকার ধামরাই উপজেলার হাতকোড়া গ্রামের মুন্নি আক্তার নামের এক কলেজ ছাত্রী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এঘটনাটি ঘটেছে।
নিহত মুন্নি আক্তার (১৭) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, সকালের দিকে অনেক ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে বাইরে থেকে দরজা ভেঙ্গে ঢুকে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় মেয়েটির মানসিক সমস্যা ছিলো। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।