আলী হোসেন,দোহার:
ঢাকার দোহারে একটি মোবাইল ফোনের দোকানের টিনের চালা কেটে দোকানটিতে থাকা অসংখ মোবাইলের ভিতরে মাত্র একটি স্মাট ফোন নিয়ে গেলেন চোর। বিনিময়ে রেখে গেলেন তার কাছে থাকা তিনশত টাকা এবং একটি চিরকুট।
ঘটনাটি ঘটে দোহার উপজেলার কার্তিকপুর বাজারে। চোরের এমন কান্ডে দোকনি নিজেই বিস্মৃত।
দোকানি মিজানুর রহমান জানান, আজ সকালে যখন দোকান খুলে দেখতে পাই দোকানের চালা খোলা তখন আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। আমার চিৎকারে পাশ্ববর্তি দোকানদারেরা এসে এমন অবস্থা দেখে তারা বলেন আগে তোমার ক্যাশ চেক কর, ক্যাশ যখন দেখলাম ঠিকঠাক তখন সবাই বললো মোবাইলের বক্সগুলো চেক কর, মোবাইলের বক্স চেক করতে গিয়ে চোখে পড়লো চোরের রেখে যাওয়া তিনশত টাকা ও সাথে একটি হাতের লেখা চিরকুট।
চিরকুটটি পড়ে আমিসহ সাথে থাকা অন্য দোকানিরা রীতিমত অবাক!
তাতে লেখা ছিল- ‘তোমার দোকানের ক্ষতি না করে একটি ভিভো ফোর জি মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাবো। ক্ষমা করবেন।
মিজান বলেন, এমন মহানুভব চোরের জন্য এখন উল্টো মায়া হচ্ছে, বেচারা চুরি করার আগে যদি কোনভাবে ধরা পড়তো আমরাতো তাকে এক বিন্দুও ছাড় দিতামনা। নিচ্ছই সে কোন না কোন ট্যাপে পড়ে চুরি করতে বাধ্য হয়েছে। চুরি যাওয়া ফোনটির বর্তমান বাজার মূল্য ১২হাজার ৫০০টাকা।
দোকানি মিজানুর শেষমেষ বলেই ফেললেন লোকটা চুরি করতে এসে রেখে গেলেন তার সততার চিহ্ন।