নিজস্ব প্রতিবেদক:
যাত্রী করোনা শনাক্ত হওয়ার পরও তাকে ফ্লাইটে নেওয়ার কারণে কাতার এয়ারওয়েজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা নিয়ে দেশে প্রবেশ করা ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ।
গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন।বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীটির করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।