টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাঁশপাড়ায় ট্রাকচাপায় তরুণীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আ. বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও সদর উপজেলার কাগমারা গ্রামের আ. মান্নানের মেয়ে মমতা হিরা সুবর্না (১৫) ও করটিয়া গ্রামের বাপ্পী (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিল।
রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনেরই মৃত্যু হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।