ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমনের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী উদ্ধার করে।
জানা গেছে, পার্শ্ববর্তী একটি এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ১২ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পেছন দিক থেকে করিমনকে ধাক্কা দেয়। এ সময় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। পেছনে থাকা অন্য একটি পণ্য বোঝাই ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই নসিমনের যাত্রী। এ দুর্ঘটনায় আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।