জয়পুরহাট,প্রতিনিধি:
জেলা সদরের হাজীপাড়া মহল্লায় ১৩বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ফারুক হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ফারুক হাজীপাড়ার যমুনা সিংয়ের ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক দুপুর ২টায় কিশোরীটিকে আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ফারুক হেসেন। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষক । বর্তমানে কিশোরীটিকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, ফারুক প্রতিবেশী কিশোরীটিকে ফুসলিয়ে বাড়ির পাশে আখ খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ধর্ষিণের শিকার কিশোরীর নানী বাদী হয়ে থানায় আভিযোগ করেন। অভিযোগের পর রাতে আসামিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।