রোকনুজ্জামান সবুজ,জামালপুর:
মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার,নারীকে সম্মান করুন, সুস্থ্য সুন্দর সমাজ গড়ুন এই শ্লোগানকে সামনে রেখে ও পুলিশের সেবা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে জামালপুরে ৭দিন ব্যপি পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জামালপুর পুলিশ সুপার কার্যালয় চত্বরে পুলিশের সেবা গ্রামগঞ্জে জনগনের দোরগোড়ায়
পৌঁছে দিতে জরুরী সেবা ৯৯৯ নাম্বারটি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরন করেছেন জেলা পুলিশ।
লিফলেট বিতরন অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন
জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সূত্র জানায়, ৭দিন ব্যাপি পুলিশ সেবা সপ্তাহে জামালপুর জেলার সকল থানা পুলিশ গ্রাম-গঞ্জে পুলিশের জরুরী সেবা ৯৯৯ এবং জেলা পুলিশের সকল নতুন মোবাইল নাম্বারের লিফলেট বিতরণ করবেন।