শামীম আলম,জামালপুর:
জামালপুরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী হারুনুর রশীদ হারুনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে শহরের মির্জা আজম চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
শহর যুবলীগের সদস্য রবিউল আওয়াল নবুর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ রুকন, ভূক্তভোগী শেখ বাদশা,কল্পনা বেগম, আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী হারুন প্রতিদিনই সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করে। তার অমানবিক নির্যাতনে স্থানীয়রা অতিষ্ঠ, মাদকসেবন করে প্রায়ই সাধারণ মানুষকে মারধর করে।
ওই সন্ত্রাসীর অত্যাচার নির্যাতনের হাত থেকে সাধারণ নিরীহ মানুষকে বাচাঁতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ভূক্তভোগীরা।