সাভার সংবাদদাতা:
সাভারের আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্ধিন (৫৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে আশুলিয়া এলাকার তৈয়বপুরে।
পুলিশ জানায়,জাতীয় টেলিফোন সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আজ্ঞাত ব্যক্তি অভিযোগ করে তৈয়বপুরে তিন শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভূক্তভোগীর পরিবারকে জোর প্রয়োগ করা হচ্ছে। এরপর জরুরী সেবা থেকে আমাদের কাছে তথ্য আসার পরপরি থানার ফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতার প্রমান পেয়ে হেলাল উদ্ধিনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়,হেলাল উদ্ধিনে বাড়ির ভাড়াটিয়ার তিন শিশুকে বাবা-মা বাসায় রেখে কর্মস্থলে গেলে দুপুর বেলায় শিশুদের ঘর থেকে ডেকে নিয়ে হেলাল তার ঘরে আবদ্ধ করে ধর্ষণ করে।
পরে সন্ধার পর শিশুদের বাবা-মা বাসায় আসার পর শিশুদের অসুস্থ দেখে তার কারন জানতে চাইলে তারা জানান বাড়ি ওয়ালা হেলাল তাদের উপর যৌননিপিড়ন চালান। ভূক্তভোগী শিশুদের বাবা-মা হেলালের কাছে জবাব চাইলে প্রথমে হেলাল অস্বীকার করলেও পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য পরিবারটির উপর চাপ প্রয়োগ করে উল্টো বিপদে পেলার হুমকি দেয়।
থানা সূত্র জানায়,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। শিশু তিনটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।