কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৬ এর সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়।
এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ হেমায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। তারা গ্রেপ্তারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল।
প্রসঙ্গত:রোহিঙ্গারা ক্যাম্পের অভ্যন্তরে মাদক ব্যাবসার কোন্দলে জড়িয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পের নিয়ন্ত্রন নিতে গিয়ে সংঘর্ষ বাধে। আর এ সংঘর্ষে গত কয়দিনে কয়েক জন রহিঙ্গার প্রাণ হানি ঘটে। এতে সাধারণ রহিঙ্গারা প্রাণের মায়ায় এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে আশ্রয় নেয়ার জন্য পালিয়ে যাচ্ছে। এই সুযোগে সংঘর্ষে জড়িত রোহিঙ্গারাও তাদের সাথে অন্য ক্যাম্পে পালিয়ে যাচ্ছিল।