জিয়াউল হক,কিশোরগঞ্জ:
জেলার অষ্টগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২যুবককে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানার পুলিশ।
গতকাল বিকালে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২ ধর্ষককে আটক করা হয়।
আটককৃতরা হল-জাকির হোসেন(৩০) হারিছ মিয়া(৩৩) হারিছ মিয়া বরাগীরকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।জাকির হোসেন একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর ওই গৃহবধূকে ধর্ষণের পর ২ আসামি গাঢাকা দিয়েছিল। গতকাল গোপন সংবাদের বৃত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, গত ৪ অক্টোবর রাত ১১টার দিকে ওই গৃহবধূ (২২) প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা হারিছ মিয়া ও জাকির হোসেন তাকে জোর করে ধরে নিয়ে বাড়ির পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দুজন মিলে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অষ্টগ্রাম থানায় একটি মামলা করেন।