সিএনএস ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৫ হাজার ৫২৪ জনের মৃত্যু হল।করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৯৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২৬৬জন।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি ল্যাবে ৯ হাজার ৪৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৬ শতাংশ।