ভোলা প্রতিনিধি:
ভোলায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের অতর্কিত হামলায় স্থানীয় সহকারী কমিশনারসহ (ভূমি) ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পুলিশ কনস্টেবল মো. রাছেল, মৎস্য বিভাগের চুক্তিভিত্তিক মাঝি মো. বাহার ও জাকির।আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য অফিস জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ একটি টিম সদর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করছিলেন। রাত ২টার দিকে বঙ্গেরচর এলাকায় একটি ট্রলার নিয়ে ১৫-১৬ জন জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছিলেন।
এ সময় তাদের ধরার চেষ্টা করলে জেলেরা ইট-পাটকেল ছুঁড়ে মারে ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), একজন পুলিশ কনস্টেবল ও চুক্তিভিত্তিক ২ মাঝিসহ মোট ৫ জন আহত হন। হামলার পরপরি জেলেরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।