ব্যুরো প্রধান,চট্রগ্রাম:
নগরীর কর্ণফুলী শিকলবাহা এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা। গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ তানভীরকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার জেলার উত্তর রোমালিয়াছড়ার মফিদুল আলমের ছেলে।
র্যাব জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এলাকায় র্যাবের চেকপোস্টে চট্টগ্রামগামী লন্ডন পরিবহনের একটি বাস থামানো হয়। র্যাব সদস্যরা গাড়িতে তল্লাশি শুরু করলে এক যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
র্যাব ৭-এর সহকারী পরিচালক এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তার তানভীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে।
তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।