ব্যুরো প্রধান,চট্রগ্রাম:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তার মৃত্যুর ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের দাবিও তোলা হয় পরিবারের পক্ষ থেকে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে শাহ আহমদ শফীর পরিবার।
আগামীকাল রোববার হেফাজতের কাউন্সিল বন্ধের দাবিতে এ সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের একাংশ। সেখানে আল্লামা শফীর পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এ দাবি তোলেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী। পরদিন তাকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার পাশে দাফন করা হয়।
১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদেই বহাল ছিলেন।
তার মৃত্যুর আগে হেফাজতের নেতৃত্ব নিয়ে কাউমি আলেমদের মাঝে মতভেধ দেখা দিলে এর চাপে পড়ে তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। এর কয়েকদির পরই রাজধানীতে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু হয় আল্লামা আহমদ শফির।