টাঙ্গাইল প্রতিনিধি:
আজ সকালে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুরের ইছাইল নামক স্থানে থেমে থাকা একটি বাসকে চলন্ত একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘ টনা ঘটে।
দুর্ঘ টনায় আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার দেওহাটায় পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। বাসের যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসটি মেরামতের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পিছন দিক থেকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৭ জন।
পরে পুলিশ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আহত আরও ৩ জনের মৃত্যু হয়।