বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে তাঁর অস্ত্রোপচার হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
রাত ৯টা ৫১ মিনিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে লেখেন, ‘আর দুঃসংবাদ নিতে পারছি না। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কাল সকালে তার অপারেশন হবে। সবার কাছে দোয়া চেয়েছেন।’
১০টা ১৫ মিনিটের দিকে শারীরিক অসুস্থতার ব্যাপারে জানতে চাইলে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার শরীরে একটি ফোঁড়ার মতো হয়েছে। কাল সকালে অস্ত্রোপচার করা হবে। আর কোনো শারীরিক সমস্যা নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
মনোয়ার হোসেন ডিপজল জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। খল চরিত্রে তুমুল জনপ্রিয় তিনি। একই সঙ্গে বিভিন্ন চলচ্চিত্রে তাঁর ব্যতিক্রমধর্মী চরিত্র দর্শক-হৃদয়ে স্থায়ী আসন গেড়েছে।