নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের দুনিয়ায় অভিনব প্রতারণার ফাঁদ তৈরি হচ্ছে প্রতিদিন। প্রতিনিয়ত প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। জীবন দুর্বিষহ হয়ে উঠছে অনেকের। আবার কেউ কেউ জীবনে পথ চলার দিশা হারিয়ে নির্বিকার হয়ে পড়েছেন।
এমনি একটি অভিনব প্রতারণার ফাঁদে জড়ানোর ঘটনা ঘটেছে রাজশাহীর পবা থানা এলাকায়।
এক মুক্তিযোদ্ধার মেয়ের সাথে ইমুতে প্রথমে সখ্যতা তৈরি, পরবর্তিতে প্রেম, এরপর বিয়ে সবি ছিল মুখোশের আড়ালে। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রলোভনে মোবাইল ব্যাংকিং ও কুরিয়ারের মাধ্যমে ১১লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়ে প্রেমিক থেকে বরে রুপান্তরিত হওয়া ব্যক্তিটি চম্পট!
কিছুদিন খোঁজাখুঁজি করে প্রতারককে না পেয়ে ধরনা দিলেন পুলিশের দ্বারে। পুলিশ মামলাটি আমলে নিয়ে পাঠালেন মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে। তারা মামলাটি পর্যালোচনা করে প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। এবার প্রতারকটিকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।